Home / খেলাধুলা / শততম ম্যাচের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

শততম ম্যাচের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

স্পোটস ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে রোহিতের ভারত। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর সেই ম্যাচের আগে এক দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা রোহিত শর্মা।

আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই সেঞ্চুরির মালিক রোহিত শর্মা এবার টি-টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরির অপেক্ষায় আছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯টি ম্যাচ খেলে ইতোমধ্যেই পাকিস্তানের শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন রোহিত। আগামীকাল খেলতে নামলেই তিনি ছাড়িয়ে যাবেন আফ্রিদিকে। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ডে নাম লেখাবেন শর্মা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। মালিকের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১১১টি। আর ১২টি ম্যাচ খেললেই মালিককে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: