Home / খেলাধুলা / শচীন-সৌরভকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান সুনীল গাভাস্কার

শচীন-সৌরভকে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান সুনীল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক: তিন তারকাকে আরো গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান দেশটির কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। প্রয়োজনে তাঁদের বোর্ড প্রশাসনের উপদেষ্টা কমিটিতেও নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।

ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে দলের প্রস্তুতি নেওয়ার সুযোগ না থাকায় ঊষ্মা প্রকাশ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। এর জন্য বোর্ডকে দুষেছেন তিনি। এ ব্যাপারে কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দেশটির জাতীয় দলের সফর নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ ওঠায় তখনই বোর্ডকে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন গাভাস্কার।

এনডিটিভিকে এ ব্যাপারে গাভাস্কার বলেন, ‘শচীন, সৌরভ, লক্ষ্মণ শুধু কোচ নির্বাচনে সীমাবদ্ধ না রেখে বোর্ডের প্রশাসনিক ব্যাপারেও পরামর্শক হিসেবে নেওয়া যেতে পারে। এতে বোর্ডেই লাভ হবে। তা ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরের সূচি নিয়ে ক্রিকেটাররা যে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেটের জন্য তা মোটেও ভালো খবর নয়। এই তিন ক্রিকেটার থাকলে বিষয়টা হয়তো আরো ভালোভাবে সমাধান হতো। আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের আগে একটা ভালো পরিকল্পনাও নেওয়া যাবে।’

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: