Home / খেলাধুলা / শচীনের অঞ্জলি-মিরা বিমানবন্দরে

শচীনের অঞ্জলি-মিরা বিমানবন্দরে

খেলার খবর: ভারতের মুম্বাই বিমানবন্দরে ফটো সাংবাদিকরা দুই নারীর ছবি তুলেছেন।

ওই দুই নারীর ছবি দেখে চেনেই যাচ্ছে না তাদের মধ্যে মা কে, আর মেয়ে কে?

ভারতের সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকারের সেই ছবি এরই মধ্যে

সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১৯৯৭ সালে জন্ম নেওয়া মেয়েটি চোখের পলকে যেন বড় হয়ে গেল।

উচ্চতার দিক থেকেও মায়ের সমান হয়ে গেছেন তিনি।

এক সময় প্রায়ই সংবাদের শিরোনাম হতো সারা টেন্ডুলকার ও শচীনপত্নী অঞ্জলি টেন্ডুলকারের কথা।

শচীন ক্রিকেট থেকে বিদায় নেয়ায় আগের মতো আর তাদের খবর পাওয়া যায় না।

খবর বেশি না থাকলেও সম্প্রতি বিমানবন্দরে ক্যামেরাবন্দি করা মা-মেয়ের ছবিগুলো দেখা যেতে পারে।

মুম্বাই বিমানবন্দরে হাস্যোজ্জ্বল সারা টেন্ডুলকার

অঞ্জলি টেন্ডুলকার ও মেয়ে সারা টেন্ডুলকারের কোলাকুলি।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: