Home / খেলাধুলা / শচীনকে ছাড়িয়ে যাবার সাধ্য আছে কোহলির?

শচীনকে ছাড়িয়ে যাবার সাধ্য আছে কোহলির?

ক্রিকেট মানেই রেকর্ডের ছড়াছড়ি। নতুন নতুন রেকর্ডের ফুলঝুরি। প্রতিটি ম্যাচেই ছাড়িয়ে যাওয়ার লড়াই। এমন লড়াই-ই হয়তো বাড়তি সৌন্দর্য ক্রিকেটের।

ক্রিকেটে রেকর্ডের বরপুত্র নিঃসন্দেহে শচীন টেন্ডুলকার। শুধু ভারত নয়, ক্রিকেট বিশ্বের অন্যতম ব্যাটিং বিস্ময় লিটল মাস্টার শচীন। যার নামের পাশে যুক্ত হয়েছে অনন্য সব রেকর্ড।

টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে এখনো সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ভারতীয় এই ব্যাটসম্যান। ২০০ টেস্টে যার সেঞ্চুরির সংখ্যা ৫১টি। অন্যদিকে ৪৬৩ ওয়ানডে ম্যাচ খেলে সেঞ্চুরির দেখা পেয়েছেন ৪৯ বার। রান সংখ্যাও অবাক করার মতো।

শচীনকে ছাড়িয়ে যাবেন এমন সাধ্য কার? এতদিন হয়তো কল্পনাতেও ছিলো না কারো। তবে তাকে ছাড়িয়ে যাবার পথে একজন এখনো অটল। ধারণা করা হচ্ছে, তিনিই শচীনের সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারেন। তিনি আর কেউ নন, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

শচীনের ১০০টি সেঞ্চুরির রেকর্ডকে ভাঙতে পারবেন কোহলি, এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাড হগ। ফিটনেস ঠিক থাকলে আর নিয়মিত ম্যাচ খেলেতে পারলে এটি করা সম্ভব বলে ধারণা সাবেক এই অজি ক্রিকেটারের।

এখন পর্যন্ত ৮৬ টেস্টে কোহলির সেঞ্চুরি সংখ্যা ২৭টি। আর ২৪৮ ওয়ানডে খেলে সেঞ্চুরি করেছেন ৪৩টি।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: