Home / বিনোদন / বলিউড / লকডাউনেও চলছে সালমান-জ্যাকলিন রোমান্স!

লকডাউনেও চলছে সালমান-জ্যাকলিন রোমান্স!

নিউজ ডেস্কঃ এবার পানভেলের ফার্মহাউসে জ্যাকলিন ফার্নান্ডেজ়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল সালমান খানকে। লকডাউনের সময়টাতে দল-বল নিয়ে নিজের ফার্মহাউসে আছেন সালমান। সে দলে আছেন জ্যাকলিনও।

সালমান-জ্যাকলিনের রোমান্সের ভিডিও আবার সালমানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। অবাক হচ্ছেন তো!

আসলে এই লকডাউনে একটি গানের মিউজ়িক ভিডিও তৈরি করে ফেলেছেন তিনি। ১২ মে সেটি রিলিজ় পাবে ইউটিউবে। তার আগে সেই ভিডিওর টিজ়ার প্রকাশিত হল রোববার।

সেই ভিডিওতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন জ্যাকলিন। ‘তেরে বিনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন সাব্বির আহমেদ। সুর দিয়েছেন অজয় ভাটিয়া।

ফার্মহাউজে সালমানের আরেক সঙ্গী তার বান্ধবী মডেল অভিনেত্রী ওয়ালুশা ডি’সুজ়া। তিনি সালমান আর জ্যাকলিনের একটি সাক্ষাৎকারও নিয়েছেন।

সেটিও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেখানে সালমান বলেছেন, ‘মাত্র তিন জন মিলে চার দিনে একটি গানের ভিডিও শুট করেছি। এটা আমার কাছে শিক্ষণীয়।

আমাদের কোনও মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টও ছিল না। এই ভিডিওটি আমার প্রযোজনায় সবচেয়ে কম বাজেটের।’

উল্লেখ্য, লকডাউন বলি সেলেবরা যখন ছুটির মেজাজে, তখন সলমন লকডাউনে থেকেও ব্যস্ত বিভিন্ন কাজ নিয়ে।

Check Also

মায়ের মৃত্যুর একদিন পরই শুটিংয়ে মল্লিক

বিনোদন ডেস্ক : সবাইকে হাসাতেই পর্দায় আসতেন তিনি। সেই কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর পর পেশাদারিত্বের …

%d bloggers like this: