নিউজ ডেস্ক: আজ বুধবার চীনের বিশেষ দূত সান গোসিয়াং এর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানিয়েছেন, মিয়ানমার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় চীন।
তিনি বলেন, রাখাইনে অস্থিতিশীলতা ও রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় চীন উদ্বিগ্ন।
রোহিঙ্গা সংকট এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে বলে চীন মনে করছে। তাই বন্ধু দেশ মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে কাজ করে এই সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী চীন। তারা চায় দ্বিপাক্ষিক উপায়ে এই সমস্যার সমাধান হোক।
হঠাৎ করেই বুধবার বাংলাদেশ সফরে আসেন চীনের বিশেষ দূত। এর আগে তিনি মিয়ানমার সফর করেন। তার বাংলাদেশ সফরে মূলত রোহিঙ্গা সংকটই প্রধান্য পায়। বৈঠকে নয় সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন চীনা দূত সান গোসিয়াং। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন