Home / দেশজুড়ে / চট্টগ্রাম / রোহিঙ্গা ক্যাম্পে প্রথম করোনায় মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে প্রথম করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির হয়ে ওঠা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা মঙ্গলবার এ তথ্য জানান।

তিনি বলেন, কুতুপালং ক্যাম্পে ৭১ বছর বয়সী এক বৃদ্ধা উপসর্গ নিয়ে মারা যান সোমবার। “আজ সকালে তার রিপোর্ট পাওয়া গেছে, করোনাভাইরাস পজিটিভ ছিল তার।”

রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত অন্তত ২৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তবে কারও মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হল এই প্রথম।

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় ৩৪টি শরণার্থী শিবিরে আছে। তাদের সংখ্যা ১০ লাখের বেশি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর গত ১১ মার্চ থেকে রোহিঙ্গা ক্যাম্প অবরুদ্ধ রাখা হলেও তার মধ্যেই সংক্রমণ ঘটছে।
রোহিঙ্গা শিবিরে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে।

Check Also

নকল হ্যান্ড স্যানিটাইজারের ‘খনি’ চট্টগ্রামে, ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি

দেশজুড়ে নিউজ : চাহিদার সুযোগ নিয়ে চট্টগ্রামে যেখানে সেখানে চলছে নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজার …

%d bloggers like this: