Home / বিনোদন / ঢালিউড / রোশানের শুটিং দেখতে এলেন শুভশ্রী

রোশানের শুটিং দেখতে এলেন শুভশ্রী

বিনোদন প্রতিনিধি:   দীর্ঘ এক মাস পর আবার শুরু হয়েছে জিয়াউল রোশান ও ববির ‘বেপরোয়া’। তবে বাংলাদেশে নয়, শুটিং চলছে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে।
রোশান অবশ্য হায়দরাবাদে যাওয়াএর আগে জানিয়েছিলেন। সেখানে টানা শুটিং চলছে। প্রতিদিন যুক্ত হচ্ছে নানা অভিজ্ঞতা।

যেমন বেপরোয়া ছবির শুটিং সেটে হুট করে হাজির হয়ে গেলেন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পারিশ্রনিক পাওয়া অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গতকাল রোশান শুভশ্রীর সাথে রোশান নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ক্যাপশন হিসেবে লেখেন, ধন্যবাদ শুভশ্রী আমাদের শুটিং সেটে আসার জন্য।

রোশানের নিকট এ বিষয়ে জানতে চাইলে হায়দরাবাদ থেকে রোশান কালের কণ্ঠকে বলেন, রামুজি ফিল্ম সিটিতে আমাদের ছবি বেপরোয়ার শুটিং চলছে। এমন সময় হুট করে শুভশ্রী চলে এসেছেন। এটা আমার জন্য সারপ্রাইজড ছিল।
কেন এসেছি? রোশান জানালেন, কেমন শুটিং করছি আমরা, কেমন কাজ হচ্ছে এসব দেখার জন্য এসেছেন। অবশ্য শুভ কামনাও জানিয়েছেন শুভশ্রী।

উল্লেখ্য, রামুজি ফিল্ম শুটিং সিটিতে এই মুহূর্তে শাকিব খান ও শুভশ্রীর ‘চালবাজ’ ছবির শুটিং চলছে। শুটিং এর এক ফাঁকে বেপরোয়ার সেটে হাজির হন শুভশ্রী।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: