দেশজুড়ে ডেস্ক : জাতীয়করণের ফলে বিভিন্ন কলেজের শিক্ষকদের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদমর্যাদা দেওয়ার প্রতিবাদে রোব ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকার সরকারি কলেজের বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা অংশ নেন। এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবির চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, আগামী রোব ও সোমবার দেশের সব সরকারি কলেজে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। ‘ওইদিনও যদি ফের নতুন করে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয় তাহলে লাগাতার আন্দোলনে যাবো আমরা।’
তিনি বলেন, সামনে ডিসেম্বর মাস, তাই ওই মাসে কঠোর কর্মসূচিতে যাচ্ছি না। তবে যদি দাবি মানা না হয় তাহলে পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করা হবে।