Home / খেলাধুলা / রোনালদোর অবিশ্বাস্য পতন, নেইমারের পরেই মেসি!

রোনালদোর অবিশ্বাস্য পতন, নেইমারের পরেই মেসি!

খেলার খবর: গত বছর যে তালিকায় ছিলেন সপ্তম স্থানে, সেই তালিকাতেই এ বছরে ক্রিস্টিয়ানো রোনালদো নেমে গেলেন ৪৯তম স্থানে! রোনালদোর অবিশ্বাস্য পতনের সেই তালিকায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার দখল করেছেন শীর্ষস্থান। বার্সেলোনা আর আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির অবস্থান ঠিক নেইমারের পরেই।

সিআইইএস ফুটবল অবজারভেটরি এক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করেছে শীর্ষ পাঁচ ইউরোপ লিগে খেলা ফুটবলারদের মূল্য। বার্সেলোনা থেকে সদ্যই ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়া নেইমার সর্বোচ্চ ২১ কোটি ৩০ লাখ ইউরো মূল্যে ১০০ ফুটবলারের মধ্যে রয়েছেন একদম প্রথম স্থানে।

গত আগস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে ন্যু-ক্যাম্প ছেড়ে পার্ক দু প্রিন্সের মাঠে পাড়ি জমানো নেইমারের নামটা গত বছরের প্রতিবেদনেও ছিল তালিকার শীর্ষে। ২০ কোটি ২২ লাখ ইউরো ধরা হয়েছে বার্সেলোনা এবং আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির মূল্য। গত বছরের মতো চলতি বছরের তালিকাটাতেও মেসি রয়েছেন নেইমারের পরেই, দ্বিতীয় স্থানে।

তবে, এ তালিকা মোটেও সুখকর হবে না রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য। তালিকার প্রথম ২০ জনের মধ্যে তো নয়ই, বড় মাদ্রিদের কেউই নেই প্রথম ৪৮ জনের মধ্যে! গেল বছরে তালিকার সপ্তম স্থানে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন ৪৯তম অবস্থানে। তবে, অ্যাথলেটিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমান অবস্থান করছেন তালিকার সেরা দশে।

শেষ কয়েকদিনে বেশ রোমাঞ্চ জাগিয়েই বার্সায় এসেছেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো। ১২ কোটি ৩০ লাখ ইউরো মূল্য সাবেক এই লিভারপুল তারকা রয়েছেন তালিকার ১৬তম স্থানে।

টটেনহ্যাম হটস্পার তারকা হ্যারি কেইন আছেন ঠিক মেসির পরেই। তৃতীয় স্থানে থাকা কেইনের মূল্য ১৯ কোটি ৪৭ লাখ ইউরো। চার নম্বরে রয়েছেন নেইমারেরই ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে। ফরাসি ফুটবলারের মূল্য ধরা হয়েছে ১৯ কোটি ২৫ লাখ ইউরো। তালিকার পঞ্চম অবস্থানে মেসির জাতীয় দলের সঙ্গী পাওলো দিবালা। জুভেন্টাস ফরোয়ার্ডের দাম ১৭ কোটি ৪৬ লাখ ইউরো।

এ ছাড়া সেরা দশের বাকি পাঁচজন হলেন টটেনহ্যাম হটস্পারের ডেলে আলী (১৭ কোটি ১৩ লাখ ইউরো), ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন (১৬ কোটি ৭৮ লাখ ইউরো), সিটিরই নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেল লুকাকু (১৬ কোটি ৪৮ লাখ ইউরো), অ্যাতলেটিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজম্যান (১৫ কোটি ২ লাখ ইউরো) এবং আরেক ম্যানইউ তারকা পল পগবা (১৪ কোটি ৭৫ লাখ ইউরো)।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: