স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ কে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সব দলগুলো। চলতি মাসেই অনুষ্ঠিতব্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল ঘোষণা করেছে পর্তুগাল।
সেই দলে নাম নেই সবচেয়ে বড় তারকা পাঁচবারের বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর। এ বছরের ১০ নভেম্বর সৌদি আরবকে ও ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্রকে আতিথ্য দেবে পর্তুগাল। তবে আসন্ন দুটি ম্যাচের জন্য পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের বিবেচনায় রোনালদোর পাশাপাশি ২৪ জনের তালিকায় আরো আসতে পারেননি রিকার্ডো কুয়ারেসমা ও নানি।
এ ব্যাপারে সান্তোস বলেন, এখানে বিভিন্ন বিষয় কাজ করেছে। কেউ কেউ আমার ইচ্ছায় বাদ পড়েছেন, আবার কিছু খেলোয়াড় ইনজুরিতে আছে। অনুশীলনের পর আমরা কিছু খেলোয়াড়কে জাতীয় দলে পরখ করে দেখতে চাই। বিশ্বকাপের আগে সেরা একটি দল বেছে নেয়াই আমার মূল লক্ষ্য। ‘ সুইজারল্যান্ড ও হাঙ্গেরিকে পেছনে ফেলে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল বাছাইপর্বে গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। সৌদি আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের খেলার খুব একটা সুযোগ হয়না।
প্রীতি ম্যাচের মাধ্যমে সেই সুযোগটিকে কাজে লাগাতে চায় সান্তোসের শিষ্যরা।