নিউজ ডেস্ক : ঘুষ, দুর্নীতি ছাড়া চাকরি পাওয়া যায় না। কোটি কোটি মানুষ বেকার। লাখ লাখ উচ্চশিক্ষিত যুবক বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। রোববার দুপুরে সমাজতান্ত্রিক দল বাসদের (মার্কসবাদী) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে টাউন হলে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ৩০ লাখ মানুষের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হলেও অধিকার বঞ্চিত রয়েছে জাতি। যারা উৎপাদন করছে তারা দিন দিন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। আর এক শ্রেণির মানুষ শুধুই টাকার পাহাড় নির্মাণ করছে। দেশে গুম, খুন, ধর্ষণ নির্যাতন বেড়েই চলছে। স্বাধীন হয়েও আজ পরাধীন জাতিতে পরিণত হয়েছে দেশের মানুষ।
তারা চলেন, দেশে পুঁজিবাদী, ফ্যাসিবাদী শাসন চলছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী অবিলম্বে নতুন নতুন কলকারখানা নির্মাণ করা ও সরকারি শূন্য পদে মেধার ভিত্তিতে লোক নিয়োগ দেয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পুঁজিবাদবিরোধী লড়াইয়ে বিপ্লবী দল বাসদের (মার্কসবাদী) পতাকা তলে সকল শ্রেণি-পেশার মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানান তারা।