নিউজ ডেস্ক : সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপিলেও বহাল থাকার পর ওই রায় পুনর্বিচেনার (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
আজ রবিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের কর্মকর্তারা সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি দায়ের করেন।
এর আগে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে রায় দেয়।
গত ৩ জুলাই দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ওই মাসেরই শেষ সপ্তাহে প্রকাশ পায়।
ওই রায়ে সাবেক বিচারপতি এস কে সিনহা রাজনীতিতে আমি ও আমিত্বের কড়া সমালোচনা করেন।
পাশাপাশি সংবিধান, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়েও নানা পর্যবেক্ষণ দেন।
এরপর ১ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের চার মাসেরও বেশি সময় পর ওই রায়ের রিভিউ আবেদন করল রাষ্ট্রপক্ষ; আবেদনটি মোট ৯০৮ পৃষ্ঠার।