Home / বিনোদন / টালিউড / রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কী বললেন তাদের প্রাক্তন প্রেমিক-প্রেমিকা?

রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে কী বললেন তাদের প্রাক্তন প্রেমিক-প্রেমিকা?

বিনোদন ডেস্ক: টলি পাড়ায় এখন আলোচনার প্রধান বিষয়বস্তু রাজ-শুভশ্রীর এনগেজমেন্ট। মঙ্গলবার শুভশ্রীর আঙুলে বিয়ের আংটি পরিয়েছেন রাজ।

তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত এই অনুষ্ঠানে। এদিকে এই অনুষ্ঠানকে ঘিরে উঠে এসেছে বেশ কয়েকটা নাম, যার মধ্যে রয়েছে পায়েল, মিমি, দেব প্রমুখ।

নিঃসন্দেহে টলি ইন্ডাস্ট্রিতে তারকারা একে অপরের খুব ভালো বন্ধু হন। কিন্তু তারপরেও অনেক প্রশ্ন থেকে যায়৷ যার উত্তর খুঁজে বেড়ান নিন্দুকেরা।

রাজের পুরোনো প্রেমিকা মিমি কিংবা শুভশ্রীর প্রেমিক দেব কে কি বলছে ? চলছে এসব নিয়ে গুঞ্জণ। এদিকে সমালোচকদের মুখে ছাই দিয়ে দেব বন্ধু রাজ-শুভশ্রীকে তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানালেন। শুভেচ্ছা জানান দেবের বর্তমান প্রেমিকা রুক্মিনীও।

তারপর আর কিছুই বলেননি। এদিক মিমির কাছের বন্ধু বলে টলি ইন্ডাস্ট্রিতে বিখ্যাত তনুশ্রী রাজ-শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন টলিউডে-র আরেক হেভিওয়েট হিরোইন নুসরাতও।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: