Home / খেলাধুলা / রাজশাহী এর জয়ে ফেরা
জয়ে ফিরল রাজশাহী

রাজশাহী এর জয়ে ফেরা

স্পোর্টস ডেস্ক:

সিলেট সিক্সার্স 
২০ ওভার ১৪৬/৬ (উপুল থারাঙ্গা ১০, আন্দ্রে ফ্লেচার ০, দানুশকা গুনাথিলাকা ৪০, নুরুল হাসান ১০, নাসির হোসেন ৯, সাব্বির রহমান ৪১, টিম ব্রেসনান ২৯*, লিয়াম প্লাঙ্কেট ৬*; মোহাম্মদ সামি ১/৩৬, মেহেদী হাসান মিরাজ ১/১২, কেসরিক উইলিয়ামস ২/৩২, ফরহাদ রেজা ০/৪৩, জেমস ফ্র্যাঙ্কলিন ১/১৭, সমিত প্যাটেল ১/৬)

রাজশাহী কিংস
১৭.৩ ওভার ১৫০/৩ (মুমিনুল হক ৪২, রনি তালুকদার ২৪, সমিত প্যাটেল ১, জাকির হাসান ৫১*, মুশফিকুর রহীম ২৫*; নাসির হোসেন ১/২০, টিম ব্রেসনান ০/২৪, লিয়াম প্লাঙ্কেট ০/২৯, তাইজুল ইসলাম ০/৩২, নাবিল সামাদ ১/২৭, আবুল হাসান ১/১৭)  ফলাফল: রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: জাকির হাসান (রাজশাহী কিংস)

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: