Home / জাতীয় / রবিবার রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের শেষ দিন

রবিবার রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের শেষ দিন

নিউজ ডেস্ক : আগামীকাল নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য রাজনৈতিক দলগুলোর আবেদনের সময় শেষ হচ্ছে।

এ সময়ের মধ্যে অনিবন্ধিত কোনো দল আবেদন করে নিবন্ধনের যোগ্য না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

জানা যায়, বর্তমানে ইসিতে মোট ৪০টি দল নিবন্ধিত রয়েছে।

আর শনিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ আলোকিত পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ (বাকশাল), বাংলাদেশ পিপলস্ ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি), বাংলাদেশ মঙ্গল পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ কর্মসংস্থান আন্দোলন, বাংলাদেশ ইসলামিক গাজী, বাংলাদেশ জনতা পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ সমাধান ঐক্য পার্টি, বাংলাদেশ জালালী পার্টিসহ কয়েকটি সংগঠন নিবন্ধন পেতে আবেদন করেছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার শনিবার দুপুরে টেলিফোনে জাগো নিউজকে বলেন, এক নেতা, এক দল- এমন কোনো রাজনৈতিক সংগঠনকে নিবন্ধন দেয়া হবে না।

শর্ত পূরণ হলেই কেবল নতুন দলের নিবন্ধন দেয়া হবে। মাঠপর্যায়ের অফিসসহ সব বিষয় খতিয়ে দেখা হবে ।

নতুন নিবন্ধনের ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তিনটির মধ্যে একটি শর্ত পূরণ হলেই তারা নিবন্ধনের যোগ্য বলে বিবেচিত হয়।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: