Home / বিনোদন / বলিউড / রক্তমাখা এ কোন পরী!

রক্তমাখা এ কোন পরী!

বিনোদন ডেস্ক: তিনি খবরের শিরেনাম কেড়েছেন তাঁর বিয়ের খবর নিয়ে। আর বিয়ের জন্য লম্বা ছুটি কাটিয়ে ফিরেই, আনুশকা শার্মা আবারও শিরোনামে তাঁর ছবি ‘পরী’ নিয়ে।

মুক্তি পেল আনুশকা অভিনীত ‘পরী’ ছবির প্রথম টিজার। আর তাতেই মাত করে দিলেন আনুশকা।

ছবির টিজারের ভিডিও-তে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছেন ‘পরী’ আনুশকা।

তাঁর চোখে মুখে রাগ আর কষ্টের মিশেল। সারা মুখ ক্ষতবিক্ষত হয়ে রয়েছে, মুখ ভর্তি রক্তের দাগ।

গত বছরের জুলাই মাসে ছবির প্রথম লুক মুক্তিতেই কাঁপিয়ে দিয়েছিলেন আনুশকা।

এবার টিজারেও রইল সবরকমরে রসদ।

আনুশকা অভিনীত ‘পরী’ ছবিতে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

ছবির পরিচালনায় রয়েছেন প্রোসিত রায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মার্চের ২ তারিখ মুক্তি পেতে চলেছে এই ছবি।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: