Home / জাতীয় / রকেটে টিউশন ফি চায় আইডিয়াল, অভিভাবক ফোরামের ক্ষোভ

রকেটে টিউশন ফি চায় আইডিয়াল, অভিভাবক ফোরামের ক্ষোভ

নিউজ ডেস্কঃ  ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠান না খোলায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদেরকে টিউশন ফি পরিশোধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের টিউশন ফি অনলাইনে ডাচ বাংলা ব্যাংক লি. এর ROCKET এবং Nexuspay এর মাধ্যমে আদায়ের জন্য গভর্নিং বডি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে শ্রেণি শিক্ষকবৃন্দ সংশ্লিষ্ট সকলকে বিস্তারিত অবহিত করবেন।

এ সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অভিভাবক ঐক্য ফোরাম। ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘এমন পরিস্থিতিতে যেখানে অভিভাবকরা বর্তমান অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। অনেকে কর্মহীন হয়ে পড়ছেন। এই অবস্থায় টিউশন ফি চাওয়া অনৈতিক।’

তিনি বলেন, ‘যেখানে আমরা ছয় মাসের বেতন মওকুফের আবেদন জানিয়ে আসছি সেখানে এমন সিদ্ধান্ত যে গভর্নিং বডি নিয়েছে আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গত এপ্রিল থেকে জুন মাসের বেতন পরিশোধের জন্য নোটিশ জারি করা হয়েছে। এ নোটিশ শ্রেণি শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পাঠানো হয়েছে। অনেক শিক্ষার্থী এপ্রিলের আগের মাসগুলোর বেতন পরিশোধ করেনি। এসব বকেয়া পরিশোধ করার জন্য বলা হয়েছে।’

করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের টিউশন ফি আদায় চাপ প্রয়োগ না করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মাউশি কী নির্দেশনা দিয়েছে আমার তা জানা নেই, শিক্ষকদের বেতন দিতে হলে শিক্ষার্থীদের কাছে টিউশন ফি আদায় করতে হবে।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত টিউশন ফি আদায় করতে না পারায় আমাদের অনেক ব্রাঞ্চ এর উন্নয়ন কাজ স্থগিত হয়ে গেছে।’

তাই নিয়মিত টিউশন ফি আদায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Check Also

এক মাসে চার বলিষ্ঠ নেতা হারাল আ.লীগ

নিউজ ডেস্ক : এক মাসের মধ্যে সামনের সারির চার নেতাকে হারাল বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল …

%d bloggers like this: