Home / বিনোদন / টালিউড / যৌন হয়রানি নিয়ে অনেক কথা জানেন রাধিকা

যৌন হয়রানি নিয়ে অনেক কথা জানেন রাধিকা

বিনোদন ডেস্ক: সিনেমা জগতে যৌন হয়রানি শুধুমাত্র মেয়েরাই হয়না,  যৌন হয়রানির শিকার হওয়া বহু পুরুষের কথা অভিনেত্রী রাধিকা আপ্তে জানেন বলে দাবি করেছেন৷ সম্প্রতি হলিউডে হারভে উইনস্টেল কেলেঙ্কারির মাধ্যমে উঠে এসেছে বিনোদন জগতে কেমন করে যৌন হয়রানি শিকার হতে হয়৷

প্রসঙ্গত কিছুদিন আগে বলিউডে এই কথা প্রথম বলেছিলেন অভিনেতা ইরফান৷ সেই সময় তিনি ব্যাখ্যাও করেছিলেন সংগ্রামের দিনে কেমন করে তাঁকে কাজের জন্য এই ধরনের সমঝোতার চাপের মুখে পড়তে হয়েছিল৷ রাধিকা জানিয়েছেন, আরও মহিলা এই ধরনের অভিজ্ঞতার কথা ব্যক্ত করছে, এজন্য একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে এইধরনের বিষয়গুলি উত্থাপন করা যায়৷

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাধিকা আপ্তে বলেন, ‘‘ আমি নিদিষ্ট ভাবে এই ক্ষেত্রটাকেই বলছি৷ এখানে বহু পুরুষকেই জানি যাদের এর মধ্যে দিয়েই চলতে হয়েছে৷ ফলেই এটাই উপযুক্ত সময় তা প্রকাশ্যে আনার।’’

আতংকিত অভিনেত্রী জানিয়েছেন, এটাই একই সঙ্গে সংবেদনশীল ও ধূসর দিক তাই যৌন হয়রানি রুখতে আরও স্বচ্ছতা আনা দরকার৷ যারা ক্ষমতার জোরে এমনটা করে থাকে তাদের মুখোস খুলে দেওয়া জরুরি৷ অন্যদিকে প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষী মানুষ সাফল্যের জন্য এমনটা মেনে নেয়৷ উভয় দিক থেকেই এক্ষেত্রে কাজ করা দরকার৷ এজন্য যখনই এমন ভাবে কেউ শোষিত হবে তখনই যাতে তারা ‘না’ বলতে পারে সেটাই শিখে নিতে হবে৷

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: