Home / বিনোদন / বলিউড / যৌন নির্যাতন হয় প্রতিটি বাড়িতেই বললেন রাধিকা

যৌন নির্যাতন হয় প্রতিটি বাড়িতেই বললেন রাধিকা

বিনোদন ডেস্ক : শুধু  সিনেমা ইন্ডাস্ট্রিতে নয়,  বরং যৌন নির্যাতন সর্বত্র প্রতিটি বাড়িতেই কমবেশি হয়ে থাকে বলে মনে করেন রাধিকা আপ্তে। সম্প্রতি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন অভিনেত্রী। তাঁর কথায়, প্রতিটি বাড়িতে কমবেশি যৌন নির্যাতনের ঘটনা ঘটে থাকে। শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটি সীমাবদ্ধ নয়। পৃথিবীর সর্বত্র শিশুনিগ্রহ বা ওই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে থাকে। ভারতেও হয়।

যৌন নির্যাতনের শিকার শুধুমাত্র নারীরা হয়ে থাকেন, তা মনে করেন না রাধিকা। তাঁর কথায়, পুরুষ মানুষও যৌন নিগ্রহের শিকার হয়। বাদ যায় না বাচ্চা ছেলেরাও।
যেখানে যে ক্ষমতাবান সেখানে সে তার বলপ্রয়োগ করে থাকে।

যৌন নিগ্রহের ঘটনা ইন্ডাস্ট্রিতে কারোর সঙ্গে ঘটলে চুপ করে থাকা উচিত নয়। দরকার প্রতিবাদ করার। সরব হওয়ার। মনে করেন রাধিকা। তাঁর মতে, পরিশ্রম আর নিজের প্রতিভার প্রতি আস্থা রেখে এগিয়ে যেতে হবে। মুখ খুললে নিজের ক্ষতি হবে বা ভবিষ্যতে বিপদে পড়তে হবে, এসব ভাবলে চলবে না। তাহলেই এই ধরনের ঘটনা কম ঘটবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: