Home / বিনোদন / বলিউড / যে কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে গেলেন অভিষেক?

যে কারণে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে গেলেন অভিষেক?

বিনোদন ডেস্ক: খুব শিগগিরই বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের শো ’কৌন বনেগা ক্রোড়পতি ৯’র হটসিটে দেখা যাবে অভিষেক বচ্চনকে। জনপ্রিয় এই টেলিভিশন শোয়ে বাবা-ছেলের মজাদার কিছু দৃশ্য ইতিমধ্যেই প্রোমো হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শকরা তা দেখছেনও। কিন্তু হঠাৎ ’কৌন বনেগা ক্রোড়পতি ৯’-তে কেন যাবেন অভিষেক? তাহলে কি কোনো ছবির প্রোমোশনের জন্য?

না, কোনো ছবির প্রোমোশনের জন্য নয়, বরং একটি ভালো কাজের উদ্দেশেই ’কৌন বনেগা ক্রোড়পতি ৯’-র হটসিটে বসেছেন অভিষেক বচ্চন। বিভিন্ন সামাজিক কাজকর্ম করে গুঞ্জ ফাউন্ডেশন। আর সেই গুঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অংশু গুপ্তার সঙ্গেই হটসিটে বাবার সামনে বসে প্রশ্নের উত্তর দিয়েছেন অভিষেক।

এই প্রসঙ্গে অভিষেক বলেন, ‘দেশের বিভিন্ন গ্রামে উন্নতিমূলক কাজ করে গুঞ্জ ফাউন্ডেশন। সংস্থার প্রতিষ্ঠাতা অংশুর এই কাজের আমিও একজন শুভাকাঙ্খী। তাঁদের এই কাজে কিছুটা সাহায্য করতে চাই। পাশে থাকতে চাই। ’সূত্র: ইন্টারনেট

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: