দেশজুড়ে ডেস্ক : রাজধানীতে আসাদুর রহমান স্বপন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে রমনা এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারে বরাত দিয়ে রমনা থানার এসআই মহসিন আলী জানান, মা হাজেরা বেগমসহ ভাই-বোনদের সঙ্গে মগবাজার গ্রিনওয়ে ভবনের চতুর্থ তলায় থাকতেন স্বপন। তার বাবার নাম মৃত মল্লক চাঁদ। স্বপন মাদকাসক্ত ছিলেন। মাদকের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু কারণ জানা যাবে ।