Home / জাতীয় / যুক্তরাষ্ট্র গেলেন এস কে সিনহা

যুক্তরাষ্ট্র গেলেন এস কে সিনহা

নিউজ ডেস্ক:  বিদায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রায় দুই মাস টরেন্টোতে থাকার পর যুক্তরাষ্ট্রে গেছেন।

স্থানীয় সময় গত রবিবার এয়ার কানাডার একটি বিমানে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

গত মাসেও তিনি নিউইয়র্ক ঘুরে এসেছিলেন।

কিন্তু এবার ফেরার সম্ভাবনা নেই বলে একটি সূত্র জানিয়েছে।

অবশ্য তার ছোট মেয়ে আশা সিনহা কানাডার ম্যানিটোবাতেই আছেন।

উল্লেখ্য, প্রধান বিচারপতি জানান, তিনি এখন স্মৃতিকথা লেখার প্রস্ততি নিচ্ছেন।

স্মৃতিকথা অনুলিখনের জন্য এক প্রবাসী বাঙালির সহায়তা নেবেন বলেও জানান।

Check Also

রাতে জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) …

%d bloggers like this: