Home / আর্ন্তজাতিক / যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৮৬১ জনের মৃত্যু

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৮৬১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ১৩ হাজার ৭২৯ এ পৌঁছেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা হয়েছে ১ লাখ ৩ হাজার ৯৩।

ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে, ৮৬১ জনের মধ্যে ৭৪০ জন মারা গেছে ইংল্যান্ডের হাসপাতালগুলোতে। এদের মধ্যে ৪০ জনের বয়স ৪৫ থেকে ৯৩ বছরের মধ্যে, যাদের আগে কোনো স্বাস্থ্যগত সমস্যা ছিল না।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: