Home / বিনোদন / বলিউড / যা বললেন সোনাক্ষী মদপান বিষয়ে

যা বললেন সোনাক্ষী মদপান বিষয়ে

বিনোদন ডেস্ক : অভিজাত জীবন যাপন করেন, তাদের মধ্যে অনেকের মদপানে আসক্তি লক্ষ করা যায়।

তবে সবার ক্ষেত্রে যে এটা সত্য, সেটাও কিন্তু নয়।

বলিউডে অনেক তারকার বিরুদ্ধে মদপানের অভিযোগ রয়েছে।

অবশ্য কোনো-কোনো তারকা সেই অভিযোগের ধার ধারেন না।

নিজস্ব লাইফস্টাইলকে প্রাধান্য দিয়েই তারা চলেন।

মদপানে বিষয়ে বলিউড স্টার সোনাক্ষী সিনহা জানিয়েছেন, তিনি মদপান পছন্দ করেন না।

ভারী চেহারা ছিল সোনাক্ষী সিনহার।

বলিউডে আসার পর চরিত্রের স্বার্থে মেদ ঝরিয়ে অনেকটাই স্লিম হয়েছেন।

আর সে জন্য সোনাক্ষী মদ ছুঁয়েও দেখেন না বলে দাবি করা হয়েছে।

সোনাক্ষী সিনহা বিহার থেকে এসে বলিউডে জনপ্রিয় নায়িকা হয়েছেন।

২০১০ সালে সালমান খানের ‘দাবাং’ ছবিতে তার অভিষেক হয়।

ছবিটি বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসাসফল ছবির মর্যাদা লাভ করে।

তিনি নারী চরিত্রে অভিষেকের জন্য ‘ফিল্মফেয়ার’ পুরস্কার লাভ করেন।

সিনহার বেশকিছু ব্যবসাসফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: