Home / বিনোদন / বলিউড / যার অভিনয়ে পাগল স্বয়ং শাহরুখ

যার অভিনয়ে পাগল স্বয়ং শাহরুখ

বিনোদন ডেস্ক: শাহরুখ খানের ভক্ত সংখ্যা অগণিত। কিন্তু শাহরুখ খান কার অভিনয়ের ভক্ত জানেন? এ ব্যাপারে এবার মুখ খুললেন কিং খান।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, অক্ষয় খান্নার অভিনয় তাঁর দারুণ লাগে। কখন, কীভাবে অনস্ক্রিন অক্ষয় চমকে দেবেন তা কেউ জানেন না।

অক্ষয় খান্নার

যশ চোপড়ার ১৯৬৯-এর ক্লাসিক ছবি ‘ইত্তেফাক’ এর রিমেক হচ্ছে। শাহরুখ ছবিটির অন্যতম প্রযোজক। এই ছবিতে অক্ষয় রয়েছেন পুলিশের ভূমিকায়। চরিত্রটি নিয়ে শাহরুখ এতটাই আশাবাদী যে, বহু দিন পরে অনস্ক্রিন অক্ষয়ের ভাল অভিনয় দেখার সুযোগ থাকবে বলেও তিনি জানিয়েছেন।

শাহরুখ আরো বলেন, বিনোদ খান্নার ছেলে অক্ষয়ের মধ্যে একটা রহস্য রয়েছে। ওকে আগে থেকে বোঝা যায় না ও কী করতে পারে। ফলে দর্শকদের ওঁকে নিয়ে একটা আলাদা কৌতূহল থাকে। ‘ইত্তেফাক’-এর ওই চরিত্রটা অক্ষয় ছাড়া অন্য কেউ করতে পারত না।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: