Home / বিনোদন / টেলিভিশন / মৌসুমীর ‘লাভ গেইম’

মৌসুমীর ‘লাভ গেইম’

বিনোদন ডেস্ক: সুহি ও রিমুর বন্ধুত্ব। রিমু একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সুহির রয়েছে নিজস্ব বুটিক ব্যবসা। তারা দু’জন মিলে নেপালে বেড়াতে যায়। নেপালে বেড়াতে গিয়ে সেখানের একটি নাইট ক্লাবে সুহির সাথে রাতুলের পরিচয়।

এমন সময় সুহির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তার পরিবার। সুহির খুব ইচ্ছা, প্রেম করে বিয়ে করবে। কিন্তু রিমুর সন্দেহ-প্রবণ মন। জগতের সব কিছুতে সে ঝামেলা দেখতে পায়। এরপর গল্পটি মোড় নেয় ভিন্ন দিকে।

এমনই গল্পে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘লাভ গেইম’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন নাজমুল রনি। এতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী মৌসুমী হামিদ ও রিমি করিম। আরও রয়েছেন পীরজাদা হারুন, মনিরুল ইসলাম মনির, সানিতা প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, আমরা দু’জনই আমাদের চরিত্রে প্রাণবন্ত থেকে অভিনয় করেছি। যে কারণে আমার কাছে মনে হয়েছে একটি দারুণ কাজ হয়েছে। নাটকটির গল্পে ভিন্নতা আছে। আশা করছি, সবাই নাটকটি পছন্দ করবেন।

ফ্যাক্টর থ্রি সলিউশনস্ প্রযোজিত নাটকটি শুক্রবার (১৫ মার্চ) রাত ৯টায় এসএ টিভিতে প্রচার হবে।

Check Also

ক্ষমা চাইলেন সমালোচিত নুহাশ হুমায়ূন

বিনোদন ডেস্ক: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদপুত্র নুহাশ সম্প্রতি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন নির্মাণ করে বেশ সমালোচিত …