Home / দেশজুড়ে / ঢাকা / মোহনগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, ১২ জন আহত

মোহনগঞ্জে জমিতে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষ, ১২ জন আহত

দেশজুড়ে ডেস্ক: মোহনগঞ্জে হাওরের বোরো জমিতে সেচ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর-কান্দাপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

আশঙ্কাজনক অবস্থায় মন্জু মিয়া (৫৫) ও দুলাল মিয়াকে (৫০) সোমবার রাতেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এ ছাড়া শমলা আক্তার (৩৫) নামের  এক নারীসহ পাঁচজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বরান্তর-কান্দাপাড়া গ্রামের মঞ্জু মিয়ার লোকজন সোমবার বিকেলে

বাড়ির পাশের জুক্কা নামক হাওরে তার বোরো জমিতে সরকারি একটি ডোবা থেকে সেচ দিচ্ছিলেন।

এ সময় একই গ্রামের দুলাল মিয়া সেখানে গিয়ে ওই ডোবা থেকে মঞ্জু মিয়ার লোকজনদেরকে সেচ দিতে বাধা দেন।

পরে এ নিয়ে ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটপাটকেলের আঘাতে এক নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: