Home / বিনোদন / বলিউড / মেয়েকে নিয়ে নাগরদোলায় ঐশ্বরিয়া

মেয়েকে নিয়ে নাগরদোলায় ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির মেয়ে আরাধ্য বচ্চনের ষষ্ঠ জন্মদিন। এ উপলক্ষ্যে প্রতীক্ষায় (অমিতাভ বচ্চনের পুরাতন বাংলো) এক থিম পার্টির আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। যেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকা ও তাদের সন্তানরা।

আরাধ্যর জন্মদিনে উপস্থিত তারকা ও তাদের সন্তানেরাআর সেখানেই মেয়ে আরাধ্য বচ্চনকে নিয়ে নাগরদোলায় দোল খেয়েছেন অ্যাশ। সেই মুহূর্তে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিষেক। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘খুশি’।

শুধু ঐশ্বরিয়া নয়, ছেলে আরবাম খানকে নিয়ে নাগরদোলার মজা নিয়েছেন শাহরুখ খান নিজেও। ঘুরে বেড়িয়েছেন হাওয়াই মিঠাইয়ের দোকানেও। যার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন।

আরাধ্যর জন্মদিনের কিছু মুহূর্তরাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার সহশিল্পী অনিল কাপুর ও রাজকুমার রাও।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: