Home / বিনোদন / টেলিভিশন / মেহজাবিন-অপূর্ব জুটিতেই আরিয়ানের “আস্থা”

মেহজাবিন-অপূর্ব জুটিতেই আরিয়ানের “আস্থা”

বিনোদন প্রতিনিধি: কোরবানির ঈদের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’। তরুণ ও মেধাবী নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অপূর্ব-মেহজাবিন জুটির কেমিস্ট্রি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ঈদ চলে গেলেও রয়ে গেছে ‘বড় ছেলে’।

অপূর্ব-মেহজাবিন জুটিকে নিয়ে একই নির্মাতা নতুন একটি নাটকের কাজ শুরু করেছেন। এরইমধ্যে ‘আস্থা’ শিরোনামের নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এবারের নাটকটির গল্পও লিখেছেন নির্মাতা নিজেই।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আরিয়ানের নির্দেশনায় বেশ কয়েকবছর ধরেই আমার নিয়মিত কাজ করা হচ্ছে। এটা যে আসলে বড় ছেলের সাফল্যের জন্যই আবার অভিনয় করা তেমনটি নয়। স্বাভাবিক নিয়মেই আরিয়ানের নির্দেশনায় মেহজাবিনের সঙ্গে কাজ করছি। তবে বড় ছেলের সাফল্যের পর এটি আমাদের কাছে অন্যরকম কাজ মনে হচ্ছে। আশা করছি আগের সব নাটকের মতোই দর্শকরা এ নাটকটিও গ্রহণ করবেন।’

‘আস্থা’ নাটকে অপূর্ব-মেহজাবিন ছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজ। আগামী বছরের ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: