Home / খেলাধুলা / মেসি থেকে বের হতেই বার্সা ছাড়ে নেইমার: ম্যাথিউর

মেসি থেকে বের হতেই বার্সা ছাড়ে নেইমার: ম্যাথিউর

স্পোর্টস ডেস্ক: রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসপজিতে পাড়ি দিয়েছেন নেইমার। আর তখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা।

এবার তারই জের ধরে নিজের অভিমত ব্যক্ত করলেন বার্সার সাবেক ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর।

তার মতে, বার্সেলোনায় থাকলে লিওনেল মেসির পেছনেই থাকতে হবে। কারণ, বার্সেলোনার একমাত্র রাজা তিনি। তাকে ঘিরেই সাজানো হয় সব রণকৌশল। ক্লাবটির নীতিই এমন। আর সেজন্যই কাতালান শিবির ছেড়ে ফরাসি দেশে পাড়ি জমিয়েছেন নেইমার।

ম্যাথিউ বলেন, আমি মনে করি মেসির ছায়া থেকে বের হতেই সে বার্সে ছেড়েছিল। কারণ সে ব্যালন ডি’অর জিততে চায়। এখন সে প্যারিসে সুখে আছে।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: