স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার হয়ে গোলের বন্যা বইয়ে দেন; অথচ জাতীয় দলের হয়ে একটি শিরোপাও জিততে পারেননা- আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসিকে নিয়ে এমন অনেক সমালোচনা থাকতে পারে। আবার হ্যাটট্রিক করে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে দলকে নিয়ে উচিত জবাবও দেন মেসি। এমন একজনকে বিশ্বের যে কোনো দলই পেতে চাইবে। বার্সা কোচ আর্নেস্তো ভালভের্দে তো এর ব্যতিক্রম নন। শনিবার রাতে সান মামেসে লা লিগার ম্যাচে বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা। আতলেতিক বিলবাওয়ের মাঠে বার্সেলোনার অবস্থা যখন শোচনীয়, তখন এই মেসি আর পলিনহোর গোলে জয় এনে দিয়েছে তাদের। ম্যাচ শেষে দলের সেরা তারকা মেসির প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ ভালভের্দে।
বার্সা কোচ বললেন, ‘মেসি আরও একটা গোল করতে পারত, যদি পোস্ট পথ আগলে না দাঁড়াত। তার গোলটি ছিল দর্শনীয়। সে অসাধারণ, দুর্দান্ত! যে কোনো মুহূর্তে সে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আছে তার। আমরা ভাগ্যবান যে, বিশ্বসেরা খেলোয়াড়টি আমাদের হয়ে খেলে। ‘ বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগে বিলবাওয়ের কোচ ছিলেন ভালভেরদে। ম্যাচটি তাই তার জন্য কিছুটা অন্যরকম ছিল। ৩৬তম মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন পলিনহো। এ নিয়ে চলতি লা লিগায় মেসির গোল ১২টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৬টি। এমন জাদুকরের জন্য প্রশংসাটুকুই পর্যাপ্ত নয়; চাই আরও সম্মান। যা তাকে দিয়েছেন সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত।