Home / বিনোদন / মেন্টাল ফেমিলি’র পর আসছে ভাগের মা

মেন্টাল ফেমিলি’র পর আসছে ভাগের মা

বিনোদন ডেস্ক: গেল রোজা ঈদে সবচেয়ে জনপ্রিয় নাটক ছিলো দীপু হাজরা পরিচালিত ‘মেন্টাল ফেমিলি’। ইউটিউবের জনপ্রিয়তার নিরিখে ছিলো সেই জনপ্রিয়তা। হাস্যরসে ভরপুর, হৃদয়কে নাড়া দেয়া গল্পের নাটকটি খুব সহজেই দর্শকের মনে দাগ কেটেছিলো।

বৃন্দাবন দাসের রচনায় ‘মেন্টাল ফেমিলি’ নাটকে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি, আ খ ম হাসান। এছাড়া বৃন্দাবন দাস ও শাহনাজ খুশির দুই পুত্র দিব্য ও সৌম্য ছিলো চঞ্চলের দুই শালার চরিত্রে।

এবার একই পরিচালক একই টিম নিয়ে গাজী টিভির জন্য নির্মাণ করলেন ‘ভাগের মা’ নামের নাটক। এই নাটকটিও রচনা করেছেন জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাস। এতে ‘মেন্টাল ফেমিলি’র প্রায় সবাই অভিনয় করেছেন। নতুন করে কেবল যোগ দিয়েছেন অভিনেত্রী নাদিয়া।

এছাড়া দেখা যাবে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আখম হাসানকে। আর এবারেও বিশেষ দুটি চরিত্রে থাকছেন দিব্য ও সৌম্য।

নির্মাতা দীপু হাজরা বলেন, ‘রোজা ঈদে ‘মেন্টাল ফেমিলি’র অভাবনীয় সাড়া দেখে এই নাটকটি নির্মাণ করেছি। এখানেও অনেক হাসির খোরাক থাকবে।

তবে বরাবরের মতো জীবনের সুন্দর-মানবিক বিষয়গুলোও ফুটে উঠবে; ঠিক যেমনটা দেখা যায় বৃন্দাবন দাসের লেখা নাটকগুলোতে। আশা করছি এবারের ঈদেও দর্শক জয় করবে আমাদের টিম। দর্শকপ্রিয় হবে ‘ভাগের মা’ নাটক।’

Check Also

আইনি জটিলতায় সালমানের ‘ভারত

বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় পড়েছে সালমানের ‘ভারত’ চলচ্চিত্রটি। ছবিটি মুক্তি পাবে ৫ই জুন। এরইমধ্যে ছবির …

%d bloggers like this: