Home / বিনোদন / চলচ্চিত্র / মৃত্যু ভয়ে গৃহবন্দি নায়িকা মাহি

মৃত্যু ভয়ে গৃহবন্দি নায়িকা মাহি

বিনোদন ডেস্ক: মৃত্যু ভয়ে গত ছয়দিন ধরে স্বেচ্ছায় গৃহবন্দি চিত্রনায়িকা মাহিয়া মাহি।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে শত শত মানুষ। এই মৃত্যুর মিছিলে রয়েছে বাংলাদেশের কয়েকজন। দেশে করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর থেকেই ঘরের বাহিরে যাচ্ছেন না এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তায় এই কথা জানান মাহিয়া মাহি।

এই নায়িকা বলেন, ‘করোনাভাইরাসে মৃত একজনের দাফনে তার কোনো আত্মীয়-স্বজন ছিলেন না। সেই খবর পড়ে ভয় পেয়ে আপাতত আর বাইরে বের না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি একদমই বাসা থেকে বের হই না। পারলে দরজা-জানালাও বন্ধ রাখি। যদিও করোনাভাইরাস আকাশে-বাতাসে ছড়ায় না তবুও আমার কাছে মনে হচ্ছে, করোনা জানালা দিয়ে চলে আসবে। এই ভয়টা আমাকে বাসা থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছে। আমি জনসমাগমে যাব না, লোকজনের সামনে যাব না।’

তিনি আরো বলেন, ‘পরশুদিনও বাসার নিচে দেখলাম, দোকানে বসে দেদারছে লোকজন খাচ্ছে, আড্ডা দিচ্ছে। আমরা আসলে এখনও ভয় পাইনি। আমার মনে হয়, সবারই একটু ভয় পাওয়া উচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পাশাপাশি নিয়মিত হাত ধোয়া উচিত সবার।’

মাহিয়া মাহি বলেন, ‘বাসা থেকে বের হবেন না। নিজের বাসায় সাবধানে থাকুন। আমাদের প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় অনেক প্রস্তুতি নিয়েছেন। সবাই মিলে সচেতন না হলে তিনি একা কিছু করতে পারবে না। আমরা সবাই সচেতন হব।’

মাহির হাতে ‘স্বপ্নবাজি’, ও ‘ব্লাড’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ রয়েছে।

দেখুন ভিডিও:

 

Check Also

শাকিব খান ‘ক্ষ্যাত’, মুখ খুলেছেন তৌসিফ

নিউজ ডেস্ক: নাটকের একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ‘ক্ষ্যাত’ বলে …

%d bloggers like this: