Home / খেলাধুলা / মুস্তাফিজ ফিরবেন বিপিএলের চট্টগ্রাম পর্বে

মুস্তাফিজ ফিরবেন বিপিএলের চট্টগ্রাম পর্বে

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরের পর বেশ কয়েকটি সিরিজ ও টুর্নামেন্ট খেলে দক্ষিণ আফ্রিকা সফরের যান কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান। কিন্তু চোট তাঁর পিছু ছাড়েনি। প্রোটিয়াদের মাটিতে দুটি টেস্ট খেললেও সীমিত ওভারের একটি ম্যাচও খেলাতে পারেননি চোটের কারণে। তাই দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফিরে আসতে হয় তাঁকে।

এই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিপিএলে এখনো মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। আশার কথা, দেশসেরা এই পেসারকে বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে দেখা যেতে পারে।

বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, চোট থেকে দ্রুতই সেরে উঠছেন মুস্তাফিজ। আমরা আশাবাদী বিপিএলের চট্টগ্রাম পর্বে মাঠে নামতে পারে সে।

আগামী ২৪ নভেম্বর বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। চট্টগ্রাম পর্বে মুস্তাফিজের খেলা প্রসঙ্গে দেবাশীষ চৌধুরী বলেন, ‘গত কয়েকদিন আমাদের পর্যবেক্ষণে ছিল মুস্তাফিজ। আশার কথা দ্রুতই চোট থেকে সেরে উঠছে সে। বাকি দু-তিনদিনে পুরোপুরি ফিট হয়ে উঠবে তরুণ এই পেসার। তাই চট্টগ্রাম পর্ব থেকে সে মাঠে নামতে পারবে বলে আমার বিশ্বাস।’

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই টেস্ট খেলেছিলেন মুস্তাফিজ। এর পরই চোটে আক্রান্ত হয়ে সীমিত ওভারের একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। অনুশীলনের সময় তাঁর পা মচকে যায়। পরে পা ফুলে যায়, ব্যথাও ছিল।

এরপর ঢাকায় ফিরে কদিন বিশ্রামে থেকেই রিহ্যাবে যেতে হয় তাঁকে। এখন তিনি অনেকটাই সেরে উঠেছেন।

Check Also

গার্দিওয়ালার অধীনে আবারও যাবেন মেসি?

নিউজ ডেস্ক  : নির্ঘুম রাত কাটছে মেসি ভক্তদের। ক্লাবের সবচেয়ে বড় তারকা যে আনুষ্ঠানিক জানিয়ে …

%d bloggers like this: