Home / আর্ন্তজাতিক / মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬

অান্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা বাড়ি ধসে এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়িটির ধ্বংসস্তুপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে জানা গেছে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মুম্বাই শহরের ভেন্ডি বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ধ্বংসপ্রাপ্ত ভবনটিকে ছয় বছর আগেই বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল।

ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের পুরনো ওই ভবনটিতে দুই ডজনেরও বেশি লোক বাস করতো বলে জানা গেছে। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে দমকল কর্মীরা। উদ্ধারকাজে সহায়তা করছে স্থানীয় পুলিশ।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: