Home / দেশজুড়ে / ঢাকা / মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

মুন্সিগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাওয়াগামী ডিএম পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় তাছের মোল্লা (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত তাছের উপজেলার ফুলকুচি এলাকার মৃত হিম্মত মোল্লার ছেলে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাছেদ বাংলানিউজকে জানান, ঢাকা থেকে মাওয়াগামী ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী এক্সপ্রেসেওয়ের এক পথচারীকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তাছের মোল্লা মারা যান। মরদেহ হাইওয়ে পুলিশেত হেফাজতে আছে। বাসটি আটক করা হয়েছে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: