Home / বিনোদন / মুক্তি পেলো ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির পোষ্টার

মুক্তি পেলো ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির পোষ্টার

বিনোদন ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেলো ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির পোষ্টার। ২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারের’ সাফল্যের পর পরিচালক করণ জোহর ছবিটির সিক্যুয়েল বানানোর কথা ঘোষণা করেছিলেন৷ সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ছবির নতুন পোষ্টার রিলিজ করলেন করণ৷ ছবিটি তিনি এবার প্রযোজনা করেছেন৷

টুইটার হ্যান্ডেলে করণ লেখেন, ‘‘নতুন পড়ুয়াদের জন্য কলেজের দরজা খুলে যেতে চলেছে৷’’ এই নতুন পড়ুয়া আর কেউ নন, টাইগার শ্রফ৷ ছবির পোষ্টারেই বাজিমাত করেছেন টাইগার৷ তার ‘কুল’ ইমেজ বেশ পছন্দ হয়েছে সিনেপ্রেমিদের৷ পোষ্টারের নীচে লেখা ‘অ্যাডমিশন ওপেন ২০১৮’

ছবিটি পরিচালনা করছেন পুনিত মালহোত্রা৷ এর আগের ছবিটি অবশ্য করণ জোহরই ছিলেন পরিচালকের ভুমিকায়৷ এবার পরিচালকের সিট তিনি ছেড়ে দিয়েছেন পুনিতকে৷ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা৷

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা৷ ছবিটি বক্স অফিসে ৭০ কোটি টাকার ব্যবসা করে৷ ২০১২ সালে ফিল্ম ফেয়ার পুরস্কারে তিনজনই ‘বেস্ট ডেব্যুটান্টের’ জন্য মনোনীত হন৷

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: