Home / বিনোদন / চলচ্চিত্র / মুক্তির আগেই ইরফানের “ডুব”কে হারালো নিরবের “গেইম রিটার্নস”

মুক্তির আগেই ইরফানের “ডুব”কে হারালো নিরবের “গেইম রিটার্নস”

বিনোদন প্রতিনিধি: আগামীকাল শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনয় শিল্পী নিরব, তমা মির্জা-লাবণ্য লি অভিনীত ত্রিভুজ প্রেমের সিনেমা ‘গেম রিটার্নস’। আর ছবিটি রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৪৪ টি প্রেক্ষাগৃহে শুভমুক্তি পাচ্ছে।

গেল কয়দিন আগেই জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত “ডুব” ছবিটি প্রথম দিনে সারাদেশে ৩৯ টি হলে মুক্তি পায়, আর নিরব অভিনীত “গেইম রিটার্নস” প্রথম দিনে ছবিটি মুক্তির জন্য ৪৪ টি হল পেয়েছে। এ্যাকশন ধর্মী এ ছবিটি পরিচালনা করেছেন রয়েল খান ও প্রযোজনা করেছে রোনিও মাল্টিমিডিয়া।

ঢাকার যে সব হলে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত এই মুভিটি নিম্মে হল লিস্ট দেওয়া হলো:-
অভিসার, পুনম, চিত্রমহল, আনন্দ, পুরবী, গীত, সেনা অডিটরিয়াম, মুক্তি এবং জোনাকি সিনেমা হল।

ঢাকার বাইরে যেসব সিনেমা হলে মুক্তি পাচ্ছে “গেইম রিটার্নস” তা হলো:- মিনি গুলশান-জিনজিরা, চাঁদ মহল-কাঁচপুর, গুলশান-নারায়ণগঞ্জ, চম্পাকলি-টঙ্গী , মোহনা-কোনাবাড়ি, চন্দ্রিমা-শ্রীপুর , চান্দনা-জয়দেবপুর , পুরবী-ময়মনসিংহ, রজনীগন্ধা-চালা, কেয়া-টাঙ্গাইল , মাধবী-মধুপুর, ঝংকার-পাঁচদোনা, মানষি-কিশোরগঞ্জ, পালকি-চান্দিনা,  তাজ-নওগাঁ,  রুপালি-কুমিল্লা,  গ্যারিসন-কুমিল্লা সেনানিবাস, হ্যাপী-লক্ষীপুর,

মমতাজ-সিরাজগঞ্জ, সিনেমা প্যালেস-চট্টগ্রাম, বিজিবি-চট্টগ্রাম, ছন্দা-পটিয়া, মনিকা-শায়েস্তাগঞ্জ ,
ভিক্টরিয়া-শ্রীমঙ্গল , আলতা-সরিষা বাড়ী, মনোয়ার-জামালপুর, মিলন-মাদারীপুর, সাগর-কালিয়াকৈর ,
ফালগুনী-নাগরপুর, দর্শন-ভৈরব, কাকলি-শেরপুর, শাহিন-বলাবাজার, পাইক-সিরাজদী খাঁন , মুন-মুক্তাগাছা, বর্ণালী-শাহজাদপুর।

ছবিটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, ডনসহ অনেকে। ত্রিভুজ প্রেম ও আন্ডার ওয়াল্ডের নানা ঘটনা নিয়ে নির্মিত ‘গেম রিটার্নস’ ছবির সংলাপ ও কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী, বেলাল খান ও ধ্রুব গুহ।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: