Home / আর্ন্তজাতিক / মিয়ানমারে ৩ দফা ভূমিকম্প

মিয়ানমারে ৩ দফা ভূমিকম্প

আর্ন্তজাতিক ডেস্ক: বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কয়েক দফা ভূমিকম্পের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার গভীর রাতে তিন দফায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬, ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, তাদের ছয়তলা ভবনটি তিনবার কেঁপে উঠেছিল।

সবচেয়ে শক্তিশালী কম্পনটি এক মিনিট স্থানীয় হয়েছিল।

এসউই এসউই মিন্ট নামে এক বাসিন্দা বলেছেন, আমরা ঘুমিয়েছিলাম। ভবনটি তীব্রভাবে নড়ছিল, আতঙ্কে আমরা সবাই ঘুম থেকে জেগে উঠি।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১টার সময়। রিখটার স্কেলে

এর মাত্রা ছিল ৬।

ভূপৃষ্ঠ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আর এর কেন্দ্র ছিল ইয়াঙ্গুন থেকে ১৭২ কিলোমিটার এর ২০ মিনিটের মধ্যে ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৯ লাখ ১৩ হাজার

নিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৮৩ লাখ ২৪ হাজার …

%d bloggers like this: