Home / বিনোদন / চলচ্চিত্র / মিমের আইটেম গান ‘লাল লিপস্টিক’ (ভিডিও সহ)

মিমের আইটেম গান ‘লাল লিপস্টিক’ (ভিডিও সহ)

বিনোদন প্রতিনিধি: আইটেম গানে নাচলেন সাথে ঠোঁটও মেলালেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ ছবিতে দেখা যাবে এটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) অভ্যন্তরে সেট বানিয়ে ২৪ সেপ্টেম্বর এর শুটিং শুরু হয়।

‘লাল লিপস্টিক’ শিরোনামের গানটি সুরকার আকাশের সঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী তৃষা। এর কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। তারা কলকাতার মানুষ। কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম। ডিজাইনার ও স্টাইলিস্ট হিসেবে আছেন রামীম রাজ। সম্প্রতি শুটিং শুরুর পর কিছুদিন বন্ধ ছিল ‘আমি নেতা হবো’র শুটিং। আইটেম গানের মধ্য দিয়ে আবারও শুরু হলো কাজ। মিম একা নন, এই গানে থাকছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি এখন লন্ডনে। আগামী ৪ অক্টোবর তাকে নিয়ে বাকি শুটিং হবে।

জানা গেছে, শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে যাত্রাদলের মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। এতে আরও আছেন ওমর সানি, মৌসুমী, মিষ্টি জান্নাত, কাজী হায়াৎ প্রমুখ। এর আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে ‘হেইলা দুইলা নাচ’ শিরোনামের আইটেম গানে নেচেছিলেন মিম। ‘লাল লিপস্টিক’ দর্শকদের মধ্যে সাড়া ফেলবে বলে তার বিশ্বাস।

আগামী ১৩ অক্টোবরে মুক্তি পাবে মিমের নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে আরও আছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা ডিপজল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: