Home / বিনোদন / মিনারের মিউজিক ভিডিওতে নেপালি মডেল

মিনারের মিউজিক ভিডিওতে নেপালি মডেল

বিনোদন ডেস্ক: গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে আজ (৮ অক্টোবর) প্রকাশ পাবে এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মিনার রহমানের নতুন মিউজিক ভিডিও ‘কি করি’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুরও করেছেন মিনার। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজনে ইমন চৌধুরী। নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির শুটিং হয়েছে। এতে গায়কের ভূমিকায় দেখা যাবে মিনারকে। আর মডেল হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের তারিফ রহমান এবং নেপালি মডেল সেলিশা শ্রেষ্ঠা। ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

মিনার রহমান বলেন, ‘রবিউল ইসলাম জীবন ভাইয়ের কথায় এটা ছিল আমার প্রথম কাজ। আমরা অনেক যত্ন নিয়ে গানটি বানিয়েছিলাম। ইমন চমৎকার সংগীতায়োজন করেছেন। অবশেষে গানটির ভিডিও আসছে। গানের সঙ্গে মিল রেখেই গল্প তৈরি করে ভিডিওটি বানানো হয়েছে। আমার বিশ্বাস কাজটা সবাই এনজয় করবেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘এটা আমার অনেক পছন্দের একটি গান। গত ২৫ মে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হয়। সেটা দর্শক-শ্রোতারা গ্রহণ করেছেন বেশ। আমাদের বিশ্বাস অফিসিয়াল ভিডিওটিও সবার মন ছুঁয়ে যাবে।’

গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল বলেন, ‘আমরা সব সময়ই কোয়ালিটি মেইনটেইন করে কাজ করি। এই গান এবং ভিডিওর ক্ষেত্রে সে ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। কাজটি দেখলেই সবাই সেটা বুঝতে পারবেন।’

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: