Home / বিনোদন / চলচ্চিত্র / মায়ের ক্যামেরার সামনে মডেল শাহরুখ কন্যা

মায়ের ক্যামেরার সামনে মডেল শাহরুখ কন্যা

নিউজ ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। তার বন্ধু জানভি কাপুর ও অনন্যা পান্ডে ইতোমধ্যে বলিউড সিনেমায় নাম লেখিয়েছেন। অনেকদিন থেকেই তারও অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।

তবে শোবিজ অঙ্গনে এখনই পরিচিত মুখ হয়ে উঠেছেন সুহানা। ইতোমধ্যে ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি দেখা গেছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তার ছবি ভাইরাল হয়।

এবার মায়ের ক্যামেরার সামনে মডেল হলেন শাহরুখ কন্যা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন সুহানা। মা গৌরী খানকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মা তুলেছেন।’

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেয়ের ছবি পোস্ট করে গৌরী লিখেছেন, ‘চুলের সাজ, মেকআপ কিছু নেই। শুধু আমার ফটোগ্রাফি।’

শাহরুখ সবসময়ই বলে আসছেন অভিনেত্রী হওয়ার ইচ্ছে রয়েছে তার মেয়ের। বেশ কিছুদিন আগে স্কুলের থিয়েটারে সুহানার অভিনয়ের একটি ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এছাড়া অভিনয়ের ওপর কোর্স করছেন। শুধু তাই নয়, ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সুহানা।

 

Check Also

মায়ের মৃত্যুর একদিন পরই শুটিংয়ে মল্লিক

বিনোদন ডেস্ক : সবাইকে হাসাতেই পর্দায় আসতেন তিনি। সেই কাঞ্চন মল্লিকের মায়ের মৃত্যুর পর পেশাদারিত্বের …

%d bloggers like this: