Home / বিনোদন / মারা গেলেন বিশিষ্ট অভিনেতা টম অল্টার

মারা গেলেন বিশিষ্ট অভিনেতা টম অল্টার

বিনোদন ডেস্ক: মারা গেলেন বিশিষ্ট অভিনেতা টম অল্টার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর।

দীর্ঘ দিন ধরে চর্ম ক্যান্সারে ভুগছিলেন তিনি। তার স্ত্রী ক্যারল, ছেলে জেমি এবং মেয়ে আফসান রয়েছেন। তার পরিবার সূত্রে জানানো হয়েছে গত শুক্রবার রাতে মারা যান টম।

মার্কিন মা বাবার ছেলে টমের জন্ম মিসৌরিতে। উডস্টক স্কুল এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের ছাত্র টম পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে অভিনয় শিক্ষা পেয়েছিলেন। ১৯৭৬ সালে রামানন্দ সাগরের ‘‌চরস’‌ ছবিতে বলিউডে প্রবেশ তার। এরপর বহু হিন্দি, ইংরেজি এবং আঞ্চলিক ছবিতে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছিলেন টম। ‘শতরঞ্জ কে খিলাড়ি’‌, ‘‌ক্রান্তি’‌, ‘‌ভেজা ফ্রাই’‌, সহ বহু ছবিতে তাঁর অভিনয় প্রতিভার প্রমাণ মিলেছে।

১৯৯০ এর দশকে দূরদর্শনে ডেইলি সোপ ‘‌জুনুন’ এ তার চরিত্র কেশব কল্‌সি দর্শকদের সমাদর পেয়েছিল।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: