দেশজুড়ে ডেস্ক : গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয় দিনাজপুরের পুলিশ । আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৩২ বোতল ফেনসিডিল, নেশা জাতীয় ইঞ্জেকশন ১৮ পিস, ইয়াবা ১০ পিস ও ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কন্ট্রোল রুম দায়িত্বরত সদস্য মো. ফেরদৌস আহমেদ জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক ৮টি মামলা করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।এছাড়া এই অভিযানে বিভিন্ন মামলার পলাতক ২২ জন আসামিকে গ্রেপ্তার করা হয় ।
