নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, যারা কাজে অনুপস্থিত রয়েছেন; তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে সরকার।
সরকার সাধারণ ছুটি ঘোষণা করলেও জনপ্রশাসন, পুলিশসহ জরুরি সেবাসমূহ চালু আছে। কর্মকর্তা-কর্মচারীদের কর্মএলাকা ত্যাগ না করতে বলা হয়।
জনপ্রশাসন ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এই তালিকা চেয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘‘দেশের বিভিন্ন জেলার মাঠ পর্যায়ে কর্মকর্তা অনুপস্থিত রয়েছেন বলে আমাদের কাছে তথ্য আসছে। আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের অনুপুস্থিত কর্মকর্তাদের তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানোর জন্য বলেছি।’’
তিনি বলেন, ‘‘বিভিন্ন এলাকায় কর্মকর্তাদের ত্রাণ বিতরণের ক্ষেত্রে ট্যাগ অফিসার করা হয়েছে। কিন্তু তিনি সেখানে অনুপস্থিত। তিনি বাড়ি চলে গেছেন, তার সার্ভিসটা আমরা পাচ্ছি না। সেজন্য কোনো কোনো এলাকায় স্থানীয় প্রতিনিধিরা দুর্নীতি করছেন, আবার কোনো কোনো কর্মকর্তারাও দুর্নীতি করছেন। অনুপস্থিতি কর্মকর্তা – কর্মচারীদের তালিকা পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’’
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ( মাঠ প্রশাসন ) মো. আব্দুল গাফফার খান বলেন, ‘‘সাধারণ ছুটির মধ্যে মাঠে অনুপস্থিত কর্মকর্তাদের তালিকা পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের তালিকা পাঠাতে বলেছি।’’
এর আগে ৯ এপ্রিল মাদারীপুরের শিবচরে অনুপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার ১১ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।