Home / বিনোদন / মাইলি সাইরাসের পেটে সন্তান!

মাইলি সাইরাসের পেটে সন্তান!

বিনোদন ডেস্ক: মার্কিন মুলুকে চলছে থ্যাঙ্কস গিভিং উৎসব। হলিউড অভিনেত্রী ও গায়িকা মাইলি সাইরাসের কাছে এই উৎসবের আনন্দ দ্বিগুণ। কেননা এই বৃহস্পতিবার তিনি ২৫তম জন্মদিন পালন করলেন। এরই মধ্যে শোনা গেলো, অন্তঃসত্ত্বা মাইলি সাইরাস।

ঘটনার সূত্রপাত একটি ছবি থেকে, যা মাইলি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে একটি ঢিলা টি-শার্ট পরা অবস্থায় দেখা গিয়েছে ‘ডিজনি’ তারকাকে। এতে তার পেটটি একটু ফোলা দেখানোর কারণে ছবিতে অনেকে মন্তব্য করেন, মা হতে যাচ্ছেন মাইলি।

এদিকে গুজবের অবসান ঘটালেন মাইলি নিজেই। আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মাইলি লিখেছেন, ‘পেটের মধ্যে সন্তান নয়, বরং খাবার রয়েছে।’ তিনি জানালেন, উৎসবের মৌসুমে ভালোই খাওয়া দাওয়া করা হয়েছে তার। যে কারণে পেটের অবস্থা এমন। যাই হোক, অবশেষে মাইলির বক্তব্য দেখে আশ্বস্ত হয়েছেন ভক্তরাও।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: