Home / দেশজুড়ে / মসজিদ খননের সময় পরিত্যক্ত গ্রেনেড-ম্যাগজিন উদ্ধার

মসজিদ খননের সময় পরিত্যক্ত গ্রেনেড-ম্যাগজিন উদ্ধার

দেশজুড়ে ডেস্ক : পুনর্নির্মাণের জন্য মাটি খোঁড়া হচ্ছিল। এসময় মাটির ভিতর থেকে পরিত্যক্ত ৫টি গ্রেনেড ও ১৯টি গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার সিলেট নগরীর দক্ষিণ সুরমার দরিয়া শাহ (র.) মাজার এলাকার মসজিদে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে শ্রমিকরা সেখানে মাটি খুড়তে গেলে ধাতব বস্তুর অস্তিত্ব দেখতে পায়। পরে তারা সেগুলো একেক করে উপরে তুলে আনে।

বিষয়টি জানাজানি হলে ভয়ে সেখানে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ অকুস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, গ্রেনেড ও ম্যাগজিনগুলিতে মরিচা ধরেছে। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এগুলো ধরা যাবে না বা সরানো যাবে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। তাদের নির্দেশনায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

এই সৌদি প্রবাসীদের কী হবে?

নিউজ ডেস্ক  : সৌদি আরবে নতুন করে বাংলাদেশ বিমানের ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে …

%d bloggers like this: