Home / বিনোদন / বলিউড / মন্দিরে পূজা দিয়ে বিপদে সাইফের মেয়ে

মন্দিরে পূজা দিয়ে বিপদে সাইফের মেয়ে

বিনোদন ডেস্ক: কেদারনাথ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। ছবির সাফল্য কামনায় কেদারনাথের মন্দিরে পূজা দেন সারা। সেই খবর চাউর হতেই শুরু হয়েছে বিতর্ক। মুসলিম হয়ে কেন মন্দিরে পূজা দিলেন সারা, প্রশ্ন তুলেছেন এক মৌলভি। তাঁর নাম মৌলানা আসিফ কুরেশি। তিনি হরিদ্বারের জ্বালাপুরের মৌলভি।

ওই মৌলভির বক্তব্য, একজন মুসলিম হয়ে কেদারনাথে পূজা করা বরদাস্ত করা হবে না। এজন্য সমগ্র মুসলিম সমাজ ও ধর্মগুরুদের কাছে ক্ষমা চাইতে হবে সারাকে। যদি তা না করেন, তাহলে ক্ষমা পাবেন না তিনি। কেদারনাথে পূজা করে মাথায় চন্দনের টিকা দেখা গেছে সারার। তাতেও আপত্তি জানিয়েছেন ওই মৌলভী।

জানিয়েছেন, কপালে টিকা লাগানো বা হিন্দুদের পূজায় ব্যবহৃত জিনিষ লাগানোর অনুমতি ইসলাম দেয় না। সারার এই কাণ্ড মুসলিমদের ভাবাবেগকে আহত করেছে। তাঁর ক্ষমা চেয়ে নেওয়া উচিত। ভুল করলে ইসলাম ক্ষমাও করে।

কেদারনাথ ছবিতে সারার সঙ্গে অভিনয় করবেন সারা। শোনা যাচ্ছে, ছবির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে। বেশ কয়েকদিন উত্তরাখণ্ডে চলবে শুটিং।

Check Also

তামাকের বিরুদ্ধে “সিগারেট”

নাসিফ শুভ: স্লো পয়জন হিসেবে সিগারেট সারা বিশ্বব্যাপী পরিচিত। ধূমপানে একদিকে যেমন নিজের ক্ষতি হয়, …

%d bloggers like this: