Home / বিজ্ঞান-প্রযুক্তি / ভিডিও চুরি ঠেকাতে ইউটিউবের নতুন ফিচার

ভিডিও চুরি ঠেকাতে ইউটিউবের নতুন ফিচার

প্রযুক্তির নিউজ : কপিরাইট ম্যাচ টুল’ নামের একটি নতুন ফিচার আনছে ইউটিউব। এতে ইউটিউবের ভিডিও নির্মাতারা তাঁদের ভিডিও চুরি ঠেকাতে পারবেন।

অর্থাৎ, তাঁর আপলোড করা ভিডিও অবৈধভাবে আর কেউ আপলোড করতে পারবে না। ইউটিউবের এক ব্লগ পোস্টে এ তথ্য জানানো হয়।

নতুন এই টুলের মাধ্যমে নতুন ভিডিও আপলোড হলে তা স্ক্যান করে দেখবে ইউটিউব। এতে আপলোড করা ভিডিওর সঙ্গে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা কোনো ভিডিওর সামঞ্জস্য আছে কি না, তা দেখা হবে। যদি ওই ভিডিও মিলে যায়, তবে ‘ম্যাচেস’ নামের একটি ট্যাব হাজির হবে।

Check Also

ফেসবুককে ভেঙে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সহপ্রতিষ্ঠাতা

তথ্য ও প্রযুক্তি ডেস্কঃ ঘৃণা ও ভুয়া খবর ঠেকাতে ব্যর্থতার কারণে এখনই বিশ্বের বৃহত্তম সামাজিক …